হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফেরদৌসী বেগম। পূর্বের ইউএনও সমর কান্তি বসাকের এডিসি হিসেবে ময়মনসিংহ জেলায় বদলি হওয়ার পর ফেরদৌসি বেগম সোমবার (১৫ এপ্রিল) সোমবার ইউএনও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এর পূর্বে তিনি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। চাঁদপুর জেলার পূর্বে ফেনী জেলার দাগন ভূঞা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম শহরের মেয়ে ফেরদৌসী বেগম ৩০তম বিসিএস ক্যাডারে প্রশাসন ক্যাটাগরিতে সরকারি চাকরিতে যোগদান করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। দাম্পত্য জীবনে তাঁর পুত্র ও কন্যা সন্তান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি সাধারণ মানুষের সেবা করতে চাই। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং কাজ করে যাবো।
করেসপন্ডেন্ট, হাইমচর
১৮ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur