চাঁদপুর জেলায় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কৃকার লাভ করেছেন ফরিদগঞ্জ থানার এস আই নুরুল ইসলাম ও মাদক উদ্ধারে একই থানার এ এস আই মঞ্জুর আলম।
বুধবার(১৭ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, চোরা চালান,সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্ট তামিলের জন্য আটটি থানার পুলিশ অফিসারদের কাজের মূলায়ন করে পুরস্কারের সনদ প্রদান করা হয়।
এতে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম নিজ হাতে এ দুই অফিসারের হাতে পুরস্কৃত সনদ ও ক্রেস্ট তুলে দেন।
প্রসঙ্গত,জেলার হাজীগঞ্জ থানা ও বর্তমানে ফরিদগঞ্জ থানায় দায়িত্বরত অবস্থায় এ দুই কর্মকর্তা মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, বিভিন্ন অপরাধী আটক ,সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্ট তামিলের জন্য চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে সনদ ও পুরস্কার লাভ করেছেন।
এ বিষয়ে এস আই নুরুল ইসলাম ও এএসআই মঞ্জুর আলম বলেন, পুলিশের কাজে সহযোগিতার হাত বাড়ীয়ে উপজেলাবাসী যেন পাশে থাকে এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১৭ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur