চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেন’‘ ভূমি প্রশাসন নিয়ে কোন খারাপ মন্তব্য যেন না শুনা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে বলেন আপনারা মানুষের কাছে যান তাদেরকে জানতে শিখুন বুঝতে শিখুন। পৃথিবীতে এমনও অসংখ্য মানুষ রয়েছেন যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমরা সবাই মিলে একটি ভালো সমাজ গড়ে তুলি। কিছু অসাধু মানুষ রয়েছে যারা এই ভালো সমাজকে ধ্বংস করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান। স্বগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জামাল হোসেন, ভূমি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ প্রমুখ।
এসময় সপ্তাহব্যাপী মেলায় কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা,কুইজ, সেরা ভূমি সেবা প্রদানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক- আনোয়ারুল হক
১৬ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur