Wednesday, May 27, 2015 03:19:20 PM
হাসান সাইদুল, ঢাকা :
আদিবাসী তরুণীকে ফাঁদে ফেলেই সে দিন মাইক্রোবাসে তোলা হয়েছিল। ধর্ষকরা আগেই জানতো, তরুণী অপেক্ষায় থাকা মাইক্রোবাসটির সামনে থেকেই বাসে ওঠার চেষ্টা করবে। তাই সেখানেই তারা মাইক্রোটি নিয়ে অপেক্ষা করতে থাকে। তরুণীকে দেখামাত্রই আশরাফ বলতে থাকে, তাদের মাইক্রোবাসটি উত্তরার দিকে যাবে। এ জন্য তাকে সে মাইক্রোবাসে ওঠার অনুরোধ করলে সে তাতে ওঠে। এর পরই চলে তার ওপর পাশবিক নির্যাতন।
তরুণীকে ধর্ষণের ঘটনায় আশরাফ ওরফে তুষার ও চালক লাভলুকে আটক করছে র্যাব।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজধানী ও পটুয়াখালী থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ হাসান। বুধবার দুপুরে র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় গ্রেফতারকৃত দুই জনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। উদ্ধার করা হয় তাদের ব্যবহৃত গাড়িটিও।
সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ হাসান বলেন, ‘গ্রেফতারকৃত দুই জনই ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী। মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার পর তারা ধর্ষণে অংশ নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’
তিনি বলেন, ‘দুই ধর্ষকই পেশায় গাড়িচালক। তারা বায়িং হাউসে বিদেশিদের গাড়ি চালায়। ঘটনার আগে তরুণী নিজের কর্মস্থলে আশরাফ খানকে দেখেছিলেন। ঘটনার সময় বায়িং হাউসের গাড়িই ব্যবহার করা হয়েছে। তরুণীকে ফাঁদে ফেলেই সে দিন মাইক্রোবাসে তোলা হয়েছিল। ধর্ষকরা আগেই জানতো, তরুণী অপেক্ষায় থাকা মাইক্রোবাসটির সামনে থেকেই বাসে ওঠার চেষ্টা করবে। তাই সেখানেই তারা মাইক্রোটি নিয়ে অপেক্ষা করতে থাকে। তরুণীকে দেখামাত্রই আশরাফ বলতে থাকে, তাদের মাইক্রোবাসটি উত্তরার দিকে যাবে। এ জন্য তাকে সে মাইক্রোবাসে ওঠার অনুরোধ করলে সে তাতে ওঠে। এর পরই চলে তার ওপর পাশবিক নির্যাতন।’
তিনি জানান, লাভলুকে গ্রেফতার করা হয় ঢাকার গুলশান-১ এলাকা থেকে। আর তুষারকে গ্রেফতার করা হয়েছে পটুয়াখালী কলাপাড়া থেকে।
গত বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড থেকে ওই আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। মেয়েটি যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ বিষয়ে মেয়েটি রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, চলন্ত মাইক্রোবাসে পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur