গর্ভধারণের ৫ মাসের মাথায় নাজমা আক্তার (১৮) নামে এক প্রসূতি মা একসঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনা লক্ষ্মীপুরের।
জন্ম নেওয়া সাত সন্তানের মধ্যে ৪ জন ছেলে ও মেয়ে ৩ জন। নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় সন্তানগুলোর চোখ ফোটেনি। মা সুস্থ থাকলেও, তারা ঝুঁকিতে রয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে লক্ষ্মীপুরের বেসরকারি একটি হাসপাতালে ওই সাত সন্তানের জন্ম দেন প্রসূতি মা নাজমা। তিনি সদর উপজেলার লাহারকান্দি গ্রামের পাটওয়ারি বাড়ির মো. রাজুর স্ত্রী।
হাসপাতালের ব্যবস্থাপক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে জরুরি অবস্থায় নাজমাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মিনিট পরই তিনি সাত সন্তানের জন্ম দেন। মা সহ সবাই বেঁচে আছে। তবে সন্তানগুলো অসুস্থ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবদুল্লাহ নওশের বলেন, সন্তানদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। (বিডি২৪লাইভ)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur