চাঁদপুরের শাহরাস্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সৌদি প্রবাসী রেদোয়ানুল ইসলাম নামের এক যুবককে আটক করেছেন পুলিশ। সোমবার(৮ এপ্রিল) রাতে উপজেলার সংহাই মজুমদার বাড়ি থেকে রেদোয়ানুল ইসলামকে আটক করা হয়। ওই গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়,ফেসবুকে গত ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ফেসবুকে সরকারের ভাবমূর্তি নষ্ট করে পোস্ট করে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ প্রশাসনের নজরে আসলে শাহরাস্তি থানার এসআই হাবিবুর রহমানের সঙ্গীয় ফোর্স সংহাই মজুমদার বাড়ি থেকে তাকে আটক করেন।
এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়। মামলা নাম্বার ৬। আজ(৯ এপ্রিল) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক:মাহবুব আলম
৯ এফ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur