চাঁদপুরে জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে পৃথক দু’টি অভিযানে পচারকালে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার(৬ এপ্রিল) সদর উপজেলার হরিণা ফেরিঘাটে শতাব্দী পরিবহণের যাত্রীবাহী বাস থেকে ৭টি প্লাস্টিকের ড্রামভর্তি এই জাটকা ইলিশগুলো জব্দ করা হয়। এই ঘটনার সাথে জড়িত সাইফুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
অপর অভিযানটি চালানো হয় হাইমচর উপজেলাতে। সেখানে পুলিশের অভিযানে আরো ১২০ কেজি জাটকা জব্দ করে পুলিশ। এই ঘটনায় দুই জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদেরর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হরিণা ফেরিঘাটে অভিযান চালায়। এসময় দক্ষিণাঞ্চল থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের ছাদে ড্রামভর্তি জাটকা প্রায় ৩শ’ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
তিনি জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম
৬ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur