Tuesday, 26 May, 2015 08:57:09 PM
স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :
ইয়াবাসহ একজনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটায় মডেল থানার এএসআই আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিয়ান চালিয়ে শহরের নাজির পাড়া থেকে এ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় ইউসুফ বেপারীর ছেলে জুয়েল (২২) কে সোমবার রাতে বিপনীবাগ পদ্মা হাসপাতালের কাছ থেকে ৮ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত জুয়েল দীর্ঘ দিন ধরে নাজির পাড়া সহ আশপাশের এলাকা ইয়াবা বিক্রি করে আসছিল। তারই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫।
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।