নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯ সফল করার লক্ষ্যে চাঁদপুর নৌ-বন্দরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার(৩০ মার্চ) চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌ নিরাপত্তা সপ্তাহে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। ৩
০ মার্চ থেকে শুরু হয়ে, আগামী ৫ এপ্রিল পর্যন্ত এসব কার্যক্রম চলবে।
এ বছর দিবসটি প্রতিপ্রাদ্য হচ্ছে ‘দূষন দখলমুক্ত করি, নৌ-যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ-ব্যবস্থা সফল করি’। এ উপলক্ষে চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঢাকা-চাঁদপুর চলাচলকারী যাত্রীবাহী লঞ্চে মাস্টার ও ড্রাভারদেরকে লিফলেট বিতরণ এবং সচেতনামূলক উপদেশ দেন। এছাড়াও ঘাটে আগ্রমণ ও নিগ্রমণের যাত্রীদেরকেও লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর নৌ-বন্দরের মধ্য বদ্বীপ শাখার সিপিএস মাহমুদুল হাসান থান্ডাড বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যপক কর্মসূচী হাতে নিয়েছি। মাইকের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা, যাত্রী ও লঞ্চ চালকদের মাঝে লীপলেট বিতরণ করাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌনীট্রারের উপ-পরিচালক সহিদুল ইসলাম, বন্দর ও পরিবহন পরিদর্শক মাহাতাব উদ্দিন, বন্দর ও পরিবহন পরিদর্শক রেজাউল করিম সুমনসহ চাঁদপুর নৌ-বন্দরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
শরীফুল ইসলাম
৩০ মার্চ,২০১৯