Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / বাবার পাশে চিরনিদ্রায় শায়িত নিউজিল্যান্ডে নিহত মতলবের ডা. মোজাম্মেল
Mojamml

বাবার পাশে চিরনিদ্রায় শায়িত নিউজিল্যান্ডে নিহত মতলবের ডা. মোজাম্মেল

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত ডা. মোজাম্মেল হোসেন সেলিমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।নামাজে জানাযায় ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. আল-আমিন।

বৃহস্পতিবার(২৮ মার্চ) বাদ জোহর চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের হুরমাইশা গ্রামের নিজ পরিবারিক কবরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হয়।

মোজাম্মেল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদের গাঁও ইউনিয়নের হুরমাইশা গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজীর ছেলে। তার মায়ের নাম জামিলা খাতুন (৭০)। পাঁচ ভাই-বোনের মধ্যে মোজাম্মেল হক সেলিম সবার ছোট ছিলেন। ২০০১ সালে তার বাবা হাবিব উল্লাহ মিয়াজী মারা যান।

ডা. মোজাম্মেলের জানাজার নামাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীরসহ এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এদিকে ২৭ মার্চ বুধবার রাত ১১টায় মোজাম্মেল হোসেন সেলিমের মরদেহ নিজ বাড়িতে এলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মা ও আত্মীয়-স্বজনরা।

এ সময় বৃদ্ধ মা জমিলা খাতুন প্রলাপ করে বলতে থাকেন, আমার ছেলেকে উচ্চ শিক্ষার জন্য ঋণ করে বিদেশ পাঠাইছি। দেশে আইস্যা গরিব মাইনষের সেবা করব। অহন লাশ হইয়া বাড়ি আইছে। হে আল্লাহ আমি অহন কী করুম।

নিহত সেলিমের বড় ভাই শাহাদাত হোসেন মিজি yচাঁদপুর টাইমসকে বলেন, তার ছোট ভাই সেলিম দেশে একটি প্রাইভেট মেডিকেলে ডেন্টাল এ পড়াশুনা শেষ করে ২০১৫ সালে নিউজল্যান্ডে পড়ালেখার জন্য গিয়েছেন। তাকে নিয়ে দেখা স্বপ্ন আর পুরন হলো না। সরকারিভাবে সুযোগ করে দেয়ায় তিনি নিউজিল্যান্ডে গিয়ে মরদেহ রিসিভি করেছেন। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

তিনি আরো বলেন, ভাইকে পড়াতে গিয়ে তারা ব্যাংকে যে ঋণ হয়েছেন তা পরিশধো করার জন্য সরকারের নিকট সহযোগিতা কামনা করেন

আরও পড়ুন: ২০ লাখ টাকা ঋণে নিউজিল্যান্ডে পাড়ি জমান মতলবের মোজাম্মেল সেলিম

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় শতশত মুসুল্লির ওপর বর্বরচিত সন্ত্রাসী হামলায় গত ১৫ মার্চ মৃত হাবিবউল্লা মিয়াজীর ছেলে ডা. মোজাম্মেল হোসেন সেলিম নিহত হন। ওই হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ মার্চ মৃত্যুবরণ করেন তিনি।

আশিক বিন রহিম,মাহফুজ মল্লিক
২৮ মার্চ,২০১৯