বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দেয়া হয়েছে।
ভারতের দিল্লির বাংলাদেশ মিশন দিবসটি উপলক্ষে স্বাধীনতা দিবস কফি টেবিল বুক উন্মোচন করেছে। এছাড়া জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র : ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
মঙ্গলবার এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার এ ঘোষণা দেন। বাংলাদেশের স্বাধীনতার ৪৯তম দিবসে এমন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, বিশেষ দিনটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করছে বাংলাদেশের মানুষ।
এতে আরও বলা হয়, ‘ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে অংশ নিয়েছে বাংলাদেশ ?দূতাবাস। সঙ্গে বেশ কিছু কার্যক্রমেও অংশ নিয়েছে। এই বিশেষ দিনটিকে বাংলাদেশ দিবস ঘোষণা করে আমি বাংলাদেশি রাষ্ট্রদূত ও জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।’
ভারত : দিল্লির বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্ডিপেনডেন্স ডে কফি টেবিল বুক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, তার স্ত্রী তুহফা জামান আলীসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা। বইটির থিম ছিল ‘অদম্য বাংলাদেশ’। কফি টেবিল বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিভাবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে তা ছবিসহ খণ্ডচিত্র তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র, আর্থ-সামাজিক উন্নয়ন, কূটনৈতিক অর্জন ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয়।
জাপান : স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে জাপানের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দিবসের প্রথম ভাগে রাজধানী টোকিওর দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এছাড়া জাপানের স্থানীয় পত্রিকায় দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সময় দুপুরে টোকিওর এক হোটেলে এ দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. তোশিকো আবে।
মালয়েশিয়া প্রতিনিধি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন মহান স্বাধীনতা ও ৪৯তম জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। মঙ্গলবার মালয়েশিয়া সময় সকাল ১০টায় দূতাবাসে পতাকা উত্তোলন করেন হাইকমিশনার শহীদুল ইসলাম। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, কাউন্সিলর (শ্রম) মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব (বাণিজ্য) মো. রাজিবুল আহসান প্রমুখ। (যুগান্তর)
বার্তা কক্ষ
২৭ মার্চ,২০১৯