মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস ‘তিস্তা’ সর্বসাধারণের জন্য ঘুরে দেখার সুযোগ করে দেয় সংস্থাটি।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাহাজটি চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে পুরনো লঞ্চঘাটে অবস্থান নেয়। পরে সাধারণ মানুষ প্রবেশ করে জাহাজটি ঘুরে দেখেন। জাহাজটি দেখতে বিকালে শহরের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোর ও বিভিন্ন মানুষ এসে ভিড় জমায়।
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এ সময় ঘুরে ঘুরে দেখেন জাহাজটি। বিশেষ করে শিশুকিশোরদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ। নৌ-বাহিনীর এই জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে বেশ আনন্দিত বলে জানিয়েছে তারা।
জাহাজের অধিনায়ক লে. কমান্ডার মোদাসসেরুল হক বলেন, ‘তার নেতৃত্বে এই জাহাজটি খুলনা হতে ২৩ মার্চ চাঁদপুর আসে। এই জাহাজে তিনজন অফিসার ও ৫২ জন নাবিক রয়েছেন।’
তিনি জানান, ‘২৭ মার্চ থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসম্পদ জাটকা নিধন রোধে অভিযান পরিচালনা করা হবে। পরে ২৯ মার্চ খুলনার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করা হবে।’
৪০ দশমিক ৫ মিটার দৈর্ঘের ও ৬ দশমিক ৩০ মিটার প্রস্থের বানৌজা তিস্তা (পি-৩১৫) জাহাজটি ঘণ্টায় ১৯ দশমিক ৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে।
বার্তা কক্ষ
২৬ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur