চাঁদপুরে ঐক্যতান তরুণ সংঘ ক্লাবের আয়োজনে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২মার্চ) বিকেলে শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমী বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সেভেন স্টার ক্লাব ৩-২ গোলে আনু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুর জেলা যু্বদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী। ফয়সাল গাজী বাহার বলেন, বর্তমান সময়ের অস্থিতিশীল পরিস্থিতিতে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই ধরণের ফুবলট টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জারাই।
ঐক্যতান তরুণ সংঘ ক্লাবের উপদেষ্টা মোক্তার হোসেন বেপারীর সভাপতিত্বে ও সদস্য নুর মোহাম্মদের পরিচালনায় উপস্থিতত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আয়োজক ও ক্লাব সদস্য জাহাঙ্গীর, কামাল, আমিন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ঐক্যতান তরুণ সংঘ ক্লাবের সদস্য নুর মোহাম্মদ এবং ধারাভাষ্যে ছিলেন গোলাম মোস্তফা। টুর্নামেন্ট স্থানীয় মোট ৮ দল অংশ গ্রহণ করে।
প্রতিবেদক:আশিক বিন রহিম
২২ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur