এক রাত পোহালেই মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন। রোববার(২৪ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫৭টি কেন্দ্রে বিরতিহীর ভাবে ভোট গ্রহন চলবে।
এই উপজেলায় চেয়ারম্যোন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচ এম গিয়াস উদ্দিন আ’লীগের মমোনীত প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলে ১ জন ঋন খেলাপির দায়ে বাতিল এবং ১ জন সেচ্ছায় প্রার্থীতা প্রত্যহার করে নেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্ধীতা না থাকায় ফেরদৌসী বেগম রুনুও নির্বাচিত হতে যাচ্ছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এর মধ্যে এম এ আজিজ বাবুল ও মেহেদী হাসান রকি তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
অপর ৪ জন প্রার্থী মোঃ ফারুক পাটোয়ারী, মুবিন সুজন, মোস্তফা কামাল রনি ও বাদল ফরাজী তাদের প্রতীক পাওয়ার পর থেকে প্রচার প্রচারনা চালান। হঠাৎ করে মোঃ ফারুক পাটোয়ারী ও বাদল ফরাজী দলের উচ্চ পর্যায়ে নিদর্শনা পেয়ে তাদের প্রচারনা বন্ধ করে দেন।
এদিকে মোস্তফা কামাল রনি ও মুবিন সুজন গতকাল শনিবার পর্যান্ত প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন।
নির্বাচনের ব্যালটে ৪ জন প্রার্থী থাকলেও ভোট যুদ্ধে লড়াই হবে মোস্তফা কামাল রনি (প্রতীক বই) ও মুবিন সুজনের (প্রতীক তালা) মধ্যে। নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষে ৪ স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
২২ মার্চ,২০১৯