Home / চাঁদপুর / জরাজীর্ণ বাসায় জীবনের ঝুঁকি নিয়ে চাঁদপুরের জেলা জজের বসবাস
Home

জরাজীর্ণ বাসায় জীবনের ঝুঁকি নিয়ে চাঁদপুরের জেলা জজের বসবাস

মৃত্যুর ঝুঁকি নিয়ে সরকারি জরাজীর্ণ বাসায় বসবাস করছেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ ও তাঁর পরিবার।

বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে চাঁদপুর শহরের সরকারি বাস ভবনের দোতলায় একটি বেড রুমে ছাদের বিশাল একটি অংশ ধ্বসে পড়ে । ঝুঁকিপূর্ণ এ ভবন সংস্কারে দীর্ঘদিন যাবত স্থানীয় গণপূর্ত বিভাগকে তাগাদা দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। ভবন সংস্কারে চিঠি চালাচালি করতে গিয়ে বিচার বিভাগ ক্লান্ত।

আজ সকালে আদালতে চলে যান জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী। বেলা ১১ টায় স্ত্রীর ফোন পেয়ে আতকে উঠেন তিনি।

জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁনের বাস ভবনের দোতলায় বেড রুমে ছাদের বিশাল একটি অংশ ধসে পড়েছে। বেডরুমের ছাদের বড় একটি অংশের পলেস্তার ধসে সেখানে পড়েছে। এর পাশেই তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে মইজ দাড়ানো ছিলো। তার পাশেই উপর থেকে হঠাৎ করে পলস্তার ভেঙ্গে পড়ে।

অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। নিচে থাকা তৈজসপত্র ভেঙ্গে চুড়মার হয়ে গেছে। ঘটনার একঘন্টা পর সেখানে আসেন গনপূর্ত বিভাগের কর্মকর্তারা।

জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস ভবন সংস্কারে স্থানীয় গনপূর্ত বিভাগে চিঠি চালাচালি করতে গিয়ে বিচার বিভাগ ক্লান্ত।

ভবনটির জলছাদ না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি চুইয়ে পড়ে। রান্নাঘর ব্যবহারের অনুপযোগী। নড়বড়ে সীমানা প্রাচীর নিচু হওয়ায় বাহির থেকে সব কিছু অবলোকন করা যায়। এক কথায় জীবনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যদিয়ে বসবাস করতে হয়।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
২১ মার্চ,২০১৯

পিবিডি/আর-এইচ