Home / শীর্ষ সংবাদ / ফরিদগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বসতভাড়ি : শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
sudden-storm-in-faridganj
ফরিদগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড

ফরিদগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বসতভাড়ি : শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

চাঁদপুরের ফরিদগঞ্জের উত্তরাঞ্চল দিয়ে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেলে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে একটি বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ৫ জন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বালিথুবা পূর্ব ইউনিয়নের সদস্য সাংবাদিক মো. জসিম উদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, হঠাৎ বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে বালিথুবা বেপারী বাড়ির আবুল কালামের বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়াসহ একাধিক লোকের বসতঘর পড়ে গেছে। ঝড়ো বাতাসে আবুল কালামের টিনের চাল পাশ^বর্তী ধানক্ষেতে উড়িয়ে নিয়ে যায়। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি উপড়ে যাওয়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন রয়েছে।

ঝড়ের কবলে পড়ে এফএনএফ ব্রিক ফিল্ডের মো. মোস্তফা কামাল, মাইকেল, সুজন সহ ৫ জন শ্রমিক আহত হয়। এছাড়া শিলা বৃষ্টিতে চাষাবাদকৃত ধান ও আখসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ চাঁদপুর টাইমসকে বলেন, ইউপি চেয়ারম্যান আমাকে আকস্মিক ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি অবহিত করেছে। ক্ষতিগ্রস্তদের ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে সহায়তা করা হবে।

আবহাওয়া বিভাগের তথ্যমতে চাঁদপুরে গড় বৃষ্টিপাত ছিলো ৪ মিলিমিটার, দেশের অন্যান্য নদীবন্দরের সাথে চাঁদপুর নদীবন্দরকে ১ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
২০ মার্চ, ২০১৯