Home / ইসলাম / ২ জুন পবিত্র শবেবরাত
২ জুন পবিত্র শবেবরাত

২ জুন পবিত্র শবেবরাত

‎Monday, ‎25 ‎May, ‎2015  08:43:38 PM

মুহা. আবু বকর বিন ফারুক :

বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২ জুন (১৪ শাবান) মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত।

পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য পুণ্যময় রজনী। শবে বরাতে প্রতিটি মানুষের সারা বছরের ভাগ্য লিখা হয়ে থাকে।

এ রজনীতে মহান আল্লাহতায়ালা প্রথম আসমানে এসে তাঁর বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ‘হে বান্দা, তোমাদের কার কি আরজু আছে আমার কাছে পেশ কর। আমি তোমাদের আরজু কবুল করব।’

এ রজনীতে অসংখ্য গুনাহগারকে ক্ষমা করা হবে, তবে গুনাহ থেকে খাঁটিভাবে তাওবা করতে হবে। শবে বরাতের রজনীতে আকাশ থেকে অসংখ্য ফেরেস্তা আগমন করে ইবাদত করনেওয়ালাদের দোয়ায় শামিল হয়ে ‘আমিন’ ‘আমিন’ বলতে থাকে।

সারারাত এবাদতকারীদের ঘিরে দোয়া করে থাকে এবং ফজর পর্যন্ত তাঁরা পৃথিবীতে অবস্থান করে।

আল্লাহতায়ালা আমাদেরকে শবেবরাতের ফজীলত, কল্যাণ, বরকত দান করুন। আমিন।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।