শুক্রবার (২৩ মার্চ) মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়ায় রোববার(২৪ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কচুয়ায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৬৫ হাজার ৪শ ৬৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৭শ ৯২জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৬শ ৭৪জন। কচুয়ায় মোট ভোট কেন্দ্র ১০৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬২৯টি।
এরইমধ্যে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে ও কোন এলাকায় যাতে বিশৃংখলা না হয় সে দিকে নিয়ন্ত্রনে রাখতে পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটের মালামাল সরঞ্জামাদী পাঠানো হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী ভোট যুদ্ধের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রর্থীরা হচ্ছেন, চেয়ারম্যান পদে মোঃ শাহজাহান শিশির (নৌকা), আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন (আনারস), জিয়াউর রহমান হাতেম (কাপ পিরিজ), ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহজালাল প্রধান জালাল (উড়োজাহাজ), মোঃ মাহবুব আলম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা খানম (ফুটবল), সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা), আমেনা আক্তার (কলস) ও শ্যামলী বেগম (প্রজাপতি)। উপজেলা চেয়ারম্যান পদে হবে মর্যাদার লড়াই।
সব মিলিয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে কে হচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এদিকেই তাকিয়ে আছে পুরো উপজেলাবাসী।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৩ মার্চ,২০১৯