শিরোনাম দেখেই চোখ কপালে উঠে যাবার অবস্থা। বলা নেই কওয়া নেই, নেই কোনো পূর্বাভাস। কিন্তু বাংলাদেশের অভিনেত্রী মিথিলার বিয়ে নিয়ে এমনই খবর ছেপেছে কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’।
কোনো রাখঢাক না রেখেই কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তাহসানের সাবেক স্ত্রী মিথিলার বিয়ের খবর ছেপেছে সংবাদমাধ্যমটি। সৃজিতের ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে সংবাদে বলেছে, আগামী বছরের শুরুর দিকে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
এই সংবাদের হাত ধরে টালিগঞ্জে এখন সৃজিত-মিথিলার বিয়ের খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এই আলোচনা নিয়ে টাইমস অব ইন্ডিয়াও খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে নির্মাতা সৃজিত মুখার্জির জীবনে এসছে ‘রহস্যময়’ এক নারী। সেই নারীর সঙ্গেই ঘর বাঁধবেন সৃজিত! আর নারীটি বাংলাদেশের মিথিলা।
টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, সৃজিত-মিথিলার সম্পর্ক বেশ সাবলীল। সম্প্রতি একটি রাতের পার্টিতে একে অপরের সঙ্গ উপভোগ করছিলেন তারা।
সংবাদে আরো বলা হয়, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার যোগাযোগ হয়। এরপর তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই আবার কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীর ভালো বন্ধু। অনেকেই শাহানাকেই দেখছেন এই সম্পর্কের মাঝখানে।
বার্তা কক্ষ
১৯ মার্চ,২০১৯
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur