চাঁদপুর কচুয়ার থানার ওসি মোঃ আতাউর রহমান ভূইয়ার বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মোঃ ওয়ালী উল্যাহ অলিকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কচুয়া থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ বিদায়ী ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া সার্কেল (সিনিয়র এএসপি) শেখ রাসেল। বক্তব্য রাখেন, নবাগত ওসি মো. ওয়ালি উল্যাহ, বিদায়ী ওসি মো. আতাউর রহমান ভূইয়া, কচুয়া থানার সেকেন্ড অফিসার মো. আল আমিন, এসআই মো. মোবারক হোসেন, মো. আফসার মিয়া, এএসআই মো. মফিজুর রহমান।
কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি বাবু প্রাণধন দে, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও আলমগীর তালুকদার প্রমুখ। সভায় বিদায়ী ও নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কচুয়া থানা পুলিশ ও কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৫ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur