চাঁদপুর সদর বাগাদী ইউনিয়নের ঢালীরঘাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মোঃ নাজিমুদ্দিন হাওলাদারের গৃহস্থলি থেকে বিভিন্ন মালামাল ক্রোক করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (১৩ মার্চ) দুপুরে মডেল থানার এস,আই হান্নান, এএসআই সেলিম-(১) ও এএসআই সেলিম-(২) ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যের উপস্থিতিতে আসামীর বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রোক করে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামী নাজিমুদ্দিন এর বিরুদ্বে একাধিক মাদক মামলা রয়েছে। ২০১৮ সালের ১১ জুন তার বিরুদ্বে চাঁদপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের হয়।
ওই মামলায় সে দীর্ঘদিন পলাতক থাকায় চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীর অনুপুস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি আসামীর বসতঘরের মালামাল ক্রোকের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ি সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসিম উদ্দিন এর দিকনির্দেশনায় মডেল থানা পুলিশ আসামীর মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসেন।
করেসপন্ডেট
১৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur