Sunday, 24 May, 2015 10:02:45 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পূর্ব বাজারের বড় ব্রিজের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তির উপর দোকানঘর নির্মাণ করেছেন স্থানীয় কাজী জয়নাল। আর কিছু অর্থের বিনিময়ে এ দোকানগুলো নির্মাণে সহযোগিতা করেছেন সড়ক ও জনপথ হাজীগঞ্জ অফিসের কার্যসহকারী সালাম মিয়া। তার আনুগত্য পেয়েই একচালা ৪ রুম বিশিষ্ট টিনশেড দোকান এবং একটি গোডাউন নির্মাণ করতে সক্ষম হয়েছেন টোরাগড় গ্রামের কাজী বাড়ীর কাজী জয়নাল।
জানা যায়, পূর্ব বাজারের বড় ব্রীজের নির্মাণ কাজের শুরুতে (ব্রীজের উত্তর পাশে) কিছু অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন কর্তৃপক্ষ। ওই সময় ব্রীজের নির্মাণকাজ দেখশুনা করেন কাজী জয়নাল। ব্রীজটি পুনঃনির্মাণ এবং উদ্বোধন হওয়ার পরই কাজী জয়নাল বাড়ির প্রভাব খাটিয়ে এবং সড়ক ও জনপথ অফিসের কার্যসহকারী সালাম মিয়াকে নগদ অর্থ দিয়ে তাকে ম্যানেজের পর পুনরায় ওই স্থানে অবৈধভাবে দোকানঘর ও গোডাউন নির্মাণ করেন। সে সাথে জয়নাল ব্রীজের নিচের মাটিগুলো কেটে বা তা সমান করে ফলের আড়ৎদারদের কাছে ৩০/৪০ হাজার টাকার বিনিময়ে তাদের কাছে ভাড়া দিয়েছেন। টিনশেড দোকানগুলোর ক্ষেত্রেও এমনটিই ঘটেছে।
কাজী জয়নালের সাথে এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি মনিকো কোম্পানীর সুপারভাইজার। ব্রীজ নির্মাণ কাজ চলাকালীন এ রুমগুলো করা হয়েছে। এখানে মাঝে মধ্যে মনিকো কোম্পানীর ইঞ্জিনিয়ার এসে বসে।’
অন্য এক প্রশ্নের জবাবে বলেন, ‘নিচের সম্পত্তি পৈতিৃক। ব্লকের মাটি কেটে কাউকে ভাড়া দেওয়া হয়নি।’
অভিযুক্ত সড়ক ও জনপথ হাজীগঞ্জ অফিসের কার্যসহকারী সালাম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মনিকো কোম্পানীর ঠিকাদার (ব্রীজ নির্মাণের) তাদের মালামাল রাখার জন্য এ রুমগুলো করা হয়েছে।’
অন্য এক প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সম্পূর্ণ ভিত্তিহীন।’ তিনি জয়নালের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘সে একজন নিরীহ ও সরল লোক। তার কাছে এতো টাকা আছে কিনা যে আমাকে দেবে। এই সকল ভিত্তিহীন কথা জয়নাল এবং আমার বিরুদ্ধের লোকজনই বলছে।’
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।