চাঁদপুরের পদ্মা-মেঘনায় জাটকা ইলিশ নিধনের দায়ে ৯ জেলেকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(১২ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন।
আটককৃতরা হলেন হাইমচর উপজেলার কালা বেপারী কান্দির মাইনুদ্দিন, নাজমুল, হাসান, জসিম, আক্কাস, জসিম, আলী আজগর, আক্তার হাওলাদার ও সুরুজ সরকার কান্দির রাজু শিকদার।
আলু বাজার পুলিশ ফাড়িঁর এ এস আই কামাল উদ্দিন জানায়, আলু বাজার ফাড়িঁর ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার রাতে ফাড়িঁর পাশেই অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ নিধনের সময় ৯ জেলেকে আটক করা হয়।
এসময় তাদের ব্যবহ্নত নৌকাটি পানিতে ডুবিয়ে দিয়ে ৬হাজার মিটার জাল চাঁদপুর নৌ থানায় নিয়ে আসা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
১২ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur