“সব অসম্ভব দেবো পাড়ি,আমি নারী”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (১০ মার্চ) পদ্মা ব্যাংক লিঃ হাজীগঞ্জ শাখার উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন।
অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়াবে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বাবলম্বি করার লক্ষে বর্তমান সরকার নানা মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সাথে দেশের তরুন উদ্যোক্তাদের তৈরিতে যে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশেও তা থেকে পিছিয়ে নেই। নারীবান্ধব বর্তমান সরকারের নানা উদ্যোগের কারনে বাংলাদেশের নারীরা আজ সকল ক্ষেত্রেই সফল হচ্ছে। নারী উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ অচিরেই বিশ্বে শক্ত অবস্থান তৈরি করবে।
ব্যাংক শাখা প্রধান এফএভিপি মো. মোসলেহ উদ্দিন আহমেদ খুসবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মাদ আব্দুর রশিদ।
অনুষ্ঠানে সহযোগিতা করেন, ব্যাংকের অত্র শাখার অফিসার মোঃ রুবেল হোসেন সহ অন্যান্য অফিসার ও কর্মচারীবৃন্দ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অব.শিক্ষক সাবিহা সুলতানা, প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, শিল্প উদ্যোক্তা তাছলিমা আক্তার, সুবর্ণা আক্তার সাদিয়া, শিক্ষক শারমিন আক্তার, কুটির শিল্প উদ্যোক্তা সেলিনা আক্তার, সাথী রাণী পাল, গণমাধ্যমকর্মী শাহানা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে অত্র ব্যাংকের পক্ষ থেকে অতিথিবৃন্দ এবং নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
১১ মার্চ, ২০১৯