‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’-এ শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, চিএাঙ্কন প্রতিযোগীতা ও র্যালীর আয়োজন করা হয়। রোববার(১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মো.বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্ল্যাহ তপাদার প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১০ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur