৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্যায়ে চাঁদপুর জেলার ৭টি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ২০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ মোট ৫৭ জন প্রার্থী তাদের প্রতীক গ্রহণ করেছেন।
প্রার্থীদের মাঝে শুক্রবার ৮ মার্চ সকাল ১০টা থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও জেলা নির্বাচন কমিশন অফিসে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান এবং সহকারি রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত। কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সর্বমোট ৫৭ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেছেন।
চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রতীক (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী মো. মহসিন খান প্রতীক (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রতীক আনারস। ভাইস চেয়ারম্যান পদে আইয়ুব আলী বেপারী প্রতীক বই ও জাকের পার্টির দলীয় পার্টি নুরুল ইসলাম প্রতীক গোলাপ ফুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিপ্রা দাস প্রতীক পদ্মফুল ও আবিদা সুলতানা প্রতীক প্রজাপতি।
সর্বাধিক প্রার্থী ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রতীক নৌকা, বাংলাদেশ পিপলস পার্টির প্রার্থী আব্দুল গণি প্রতীক আাম ও স্বতন্ত্র প্রার্থী মোঃ তোফায়েল আহমেদ ভূঁইয়া প্রতীক আনারস। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সুফিয়ান প্রতীক চশমা, মোঃ এনামুল হক পাটওয়ারী প্রতীক টিউবওয়েল, মোঃ ওয়াহিদুর রহমান খান প্রতীক টিয়া পাখি, মোঃ কামরুজ্জামান পাটওয়ারী প্রতীক তালা, মোঃ জাকির হোসেন প্রতীক মাইক, মোঃ তছলিম আহমেদ প্রতীক বই ও মোঃ পাবেল হোসেন পাটওয়ারী প্রতীক উড়োজাহাজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুদা বেগম প্রতীক ক্যামেরা, সেলিনা আক্তার প্রতীক প্রজাপতি, রেবেকা সুলতানা প্রতীক কলস, রেহানা বেগম প্রতীক ফুটবল, রীনা নাছরিন প্রতীক হাঁস ও হালিমা বেগম পদ্ম ফুল।
মতলব উত্তর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন প্রতীক চশমা, মোতাহার হোসেন খান প্রতীক উড়োজাহাজ, মোঃ জামাল হোসেন প্রতীক টিউবওয়েল ও সেলিম মিয়া প্রতীক তালা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা সুলতানা প্রতীক কলস, নিলুফা আক্তার পদ্মফুল, পারভীন কবির প্রতীক হাঁস ও শহীনা আক্তার প্রতীক ফুটবল। মতলব দক্ষিণ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক পাটওয়ারী প্রতীক চশমা, মোঃ বাদল ফরাজী প্রতীক উড়োজাহাজ, মোঃ মুবিন সুজন প্রতীক তালা ও মোঃ মোস্তফা কামাল রনি প্রতীক বই।
কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মোঃ শহজাহান শিশির প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফয়েজ প্রতীক আনারস, জিয়াউর রহমান প্রতীক কাপ পিরিচ ও সৈয়দ মোঃ মমিন প্রতীক দোয়াত কলম। ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহজাহান প্রতীক উড়োজাহাজ ও মোঃ মাহবুব অলম প্রতীক তালা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার প্রতীক কলস, সালমা সহিদ প্রতীক বৈদ্যুতিক পাখা, শ্যামলী বেগম প্রতীক প্রজাপতি ও সুলতানা খানম প্রতীক ফুটবল।
হাজীগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা বকাউল প্রতীক বৈদ্যুতিক পাখা, মির্জা শিউলী পারভীন প্রতীক পদ্ম ফুল, পারভীন ইসলাম প্রতীক কলস, মুক্তা আক্তার প্রতীক প্রজাপিতি ও শিউলী আক্তার প্রতীক ফুটবল।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ফরিদ উল্যা প্রতীক নৌকা, ইসলামিক ফ্রন্ট বাংলদেশের দলীয় প্রার্থী ইমদাদুল হক পাটওয়ারী প্রতীক চেয়ার ও স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন প্রতীক আনারস। ভাইস চেয়ারম্যান পদে তোফায়েল আহমেদ ইরান প্রতীক উড়োজাহাজ, মোঃ আনোয়ার হোসেন তালা, মোঃ ইব্রাহিম খলিল প্রতীক মাইক, মোঃ ওমর ফারুম প্রতীক টিউবওয়েল ও সাইফুল ইসলাম প্রতীক চশমা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার প্রতীক হাঁস, মোছেনা আক্তার প্রতীক ফুটবল, শাহনাজ আক্তার প্রতীক কলস ও হাছিনা আক্তার প্রতীক প্রজাপতি।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
৮ মার্চ, ২০১৯