Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যাবসায়ী অটক
arrest

মতলবে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যাবসায়ী অটক

চাঁদপুর জেলার মতলব উত্তরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মার্চ) গভীর রাত উপজেলার কালিপুর বাজারের মেঘনা নদী সংলগ্ন খালপাড়ে মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানা পুলিশ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের তত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মোরশেদুল আলম ভুঁইয়া’র নেতৃত্বে এএসআই আবু হানিফ সঙ্গীয় অফিসার ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কুখ্যাত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে: জাবেদ আহমেদ, পিতা আবুল কালাম, গ্রাম- বাড়ী ভাংগা মিজি বাড়ী, সুজন দেবনাথ, পিতা: মৃত সুধাংশু দেবনাথ, গ্রাম- মুক্তিরকান্দী,সোহেল,পিতা আঃ রশিদ গ্রাম- পাঁচগাছিয়া, সবার থানা মতলব উত্তর চাঁদপুর৷

থানা পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২৮০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ৮ বোতল ফেনসিডিল’সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানান, যে গ্রেপ্তারকৃত সুজন দেবনাথের বিরুদ্ধে থানায় মূলতবী ৭টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।

এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ৪/৫ টি করে মামলা রয়েছে।আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল
৭ মার্চ,২০১৯