Saturday, May 23, 2015 10:23:51 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর জেলায় গত ক’দিনের তাপদাহে নাকাল হয়ে পড়ছে জনজীবন। গরমের কাছে হার মানছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বৈশাখ শেষেও চাঁদপুরে মিলছে না বৃষ্টির দেখা। ফলে ভ্যাপসা গরমে এক পশলা বৃষ্টির অপেক্ষায় যেনো পথ চেয়ে আছে জেলার মানুষজন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও চাঁদপুর তেমন কোন বৃষ্টির প্রভাব নেই। অন্যদিকে কয়েক দিনের ভ্যাপসা গরম আর প্রচন্ড তাপদাহে চাঁদপুর সরকারি হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।
গরমে বেড়েছে পানিবাহিত রোগ, নিমোনিয়া, সর্দি-কাশিসহ নানাবিধ শিশুজনিত রোগ। প্রচন্ড গরমের তামমাত্রা বাড়তে থাকায় জনজীবনে দেখা দিয়েছে অস্বস্তি।
গরমে তীব্রতায় একটু স্বস্তি পেতে জেলার সিকি কোটি মানুষ বৃষ্টির প্রার্থনায় বসে রয়েছে।
চাঁদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্যমতে আরো কয়েকদিন পূর্বেই বৃষ্টির দেখা পাবার কথা। কিন্তু এই মৌসুমে তা হচ্ছে বলেই তাপদাহ বাড়ছে।
এদিকে গরমের তীব্রতায় সাধারণ খেটে খাওয়া মানুষজন স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে। অন্য সাধারণ মানুষ থেকে খেটে খাওয়া মানুষের বিড়ম্বনা সবচেয়ে বেশি।
প্রচন্ড গরমের কারণে শহরের রাস্তাঘাটে মানুষের চলাফেরা অনেকটাই কমে গেছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।