চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে অহরহ ঘটেছে চুরির ঘটনা। প্রতি বছরই কোন না কোন দোকানে হচ্ছে চুরি ২৭ ফেব্রয়ারি রাতেও জুয়েল ইলেকট্রনিক্স, রুমা স্টোর, মেসার্স ফারুক এন্টার প্রাইজ, ও হাবিব টেলিকমে চুরির ঘটনা ঘটে।
এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়। মাত্র ১শ’ গজের মধ্যে থানা থাকলেও কোনক্রমেই ঠেকানো যাচ্ছেনা চুরি। তাই চুরি ঠেকাতে দোকানে দিচ্ছে অতিরিক্ত তালা।
এমনকি একই দোকানে দেখা গেছে ১৬ টি তালা। ছেংগারচর বাজারের দর্জি মার্কেটে অগ্রণী ব্যাংকের নিচে আনন্দ জুয়েলার্সে দোকানটিতে ১৬টি তালা দেওয়া হয়েছে। দোকানের প্রোপাইটর লিটন বর্মন বলেন, বাজারে একের পর এক যে চুরি হচ্ছে তার কারনে আমরা ভয়ে আছি।
তাছাড়া বাজারে নাইট গার্ডের ব্যাবস্থাও নেই। তাই অতিরিক্ত তালা জুলানো ছাড়া আর কোন বিকল্প ব্যাবস্থা নাই।
ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি হাজী মনির হোসেন বেপারী ও সাধারণ সম্পাক নাছির ফরাজী বলেন, আমরা সবেমাত্র নির্বাচিত হয়েছি, এখনও দায়িত্ব পাইনি। দায়িত্ব পাওয়ার পর চুরিরোধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে ।
করেসপন্ডেট
৩ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur