Home / চাঁদপুর / অপরাধ দেখলে ৯৯৯ নম্বরে ফোন করবেন : এসপি জিহাদুল কবির
sp jihadul kobir

অপরাধ দেখলে ৯৯৯ নম্বরে ফোন করবেন : এসপি জিহাদুল কবির

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেছেন,‘পুলিশকে জনগন তথ্য দিয়ে সহায়তা করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক গ্রহনকারী সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। যেখানেই অপরাধ মূলক কর্মকান্ড বা কোন সমস্যা দেখবেন তখন এ ৯৯৯ নম্বরে ফোন করবেন দ্রুত সময়ের মধ্যে পুলিশ এসে যাবে।’

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপারে এসব কথা বলেন।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন,‘মাদক একটি বিশ্ব সমস্যা। মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সবাইকে স্বেচ্চার হতে হবে। যারা দেশকে এগিয়ে নিবে তাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশের যুবসমাজ মাদকের সাথে সম্পক্ত হচ্ছে। এতে দেশের ক্ষতি হচ্ছে। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলতে হবে।’

তিনি বলেন,‘শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। শিক্ষার্থীরা যাতে এ ধরনের মরনব্যাধি নেশায় আসক্ত না হয় তাদের বুঝাতে হবে। মাদকের সমস্যা কারও একার সমস্যা না, এটি জাতীয় সমস্যা। যে যুব সমাজ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা আজ মাদকাসক্ত। তাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাদক সেবীদের কাছ থেকে আমরা কেউ নিরাপদ নই। তাই সকলে মিলে মাদক গ্রহনকারীদের নির্মূল করতে হবে।’

পুলিশ সুপার সবশেষে ধন্যবাদ জানায় যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশেষ করে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে।

মাদক বিরোধী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোহেল রুশদী, ‘মাদকের বিরুদ্ধে চাঁদপুরের পুলিশ ও জেলা প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। মাদকাসক্তদের ধরিয়ে দিতে পুলিশকে অবগত করতে হবে। চাঁদপুরের পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন। জনগণকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পুলিশ বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আমরা আমাদের এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি মহোদয়কে। যার কারণে এ এলাকার রাস্তাঘাটসহ সকল স্থানে উন্নয়নের ছোয়া লেগেছে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চাঁদপুরের জনবান্ধব পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএমকে প্রধানমন্ত্রী পদক পাওয়ায় জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী ও কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

এছাড়াও পুলিশ সুপার জিহাদুল কবিরকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আওয়ামী লীগ,যুবলীগ ও কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হেসাইন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাছিম উদ্দিন, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত হারুন-অর রশিদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ফারুক কারি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন জিলানী চিশতী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীবৃন্দ।

করেসপন্ডেট
২৮ ফেব্রুয়ারি,২০১৯