চাঁদপুরে মতলব উত্তরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেচ খালের খাদে পড়ে গেছে। বুধবার সকাল ৮টায় ঢাকা মেট্রো–(গ) ১৫-০২৮১ যাত্রীসহ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া এলাকায় বেড়িবাধ থেকে উল্টে খাদে পরে যায়।
এলাকাবাসী জানায়, ঢাকা থেকে নোয়াখালীর উদ্যেশ্যে রওনা হলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ঠেটালীয়া বাজার এলাকায় বেড়ী বাধঁ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলের খাদে পরে গাড়িটি পানিতে নিম্মজিত হয়।
এ গাড়িটি লাশ বাহী গাড়ির বহরে ছিলো। এ ঘটনায় যাত্রীরা অক্ষত আছে বলে স্থানীয়রা জানায়।
ফতেপুর পুর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর ও সংবাদ কর্মী একেএম গোলাম নবী খোকন জানান, মেঘনা ধনাগোদা সেচ ক্যানেলে পানি কম থাকার কারনে যাত্রীরা বেচে যায় বলে ধারনা করা হয়।
প্রত্যক্ষদর্শী সিপাহী কান্দি গ্রামের আবদুল হান্নান মিয়াজী ও আবদুল মান্নান মিয়াজী জানান, ওই সময় হালকা বৃষ্টি ছিল, সড়কে যানবাহন চলাচল ছিল কম। তবে চালকের চোখে ঘুম থাকার কারনেই এ দূর্ঘটনা ঘটে।
ঠেটালিয়া বাজারের দোকানদার শ্যামল চন্দ্র জানান, ওই প্রাইভেট কারে তিন যাত্রী ছিল। তারা সকলেই মহিলা।অক্ষত অবস্থায় প্রাইভেট কার থেকে বের হয়ে অন্য গাড়ী দিয়ে চলে গেছে। গাড়িটি উদ্ধার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
করেসপন্ডেট
২৭ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur