চাঁদপুর সদরের সফরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, মেধা ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০১৯ বুধবার (২৭ ফেব্রুয়ারি ) ১২ টায় বিদ্যালয়ের নজরুল ভবনে অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল আজিজ খান দুদু’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাহাব উদ্দিন , বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ইয়াসমীন ।
আরো বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল হাই, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কাসেম।
স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাধুরী সেন। স্কুল ম্যানেজিং কমিটির পক্ষে বক্তব্য রাখেন আবদুল গনি ও অভিভাবকগণের পক্ষে আবদুল মান্নান মৃধা।
অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত মেধা ,ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur