বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংক এশিয়া কাজ করে যাচ্ছে। চাঁদপুর সদর উপজেলা ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারী বেলা ১১টায় এশিয়া ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো:সফিকুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার এশিয়া ব্যাংকের হেড ও অব বাঞ্চ আব্দুস সবুর খান, হাজীগঞ্জ উপজেলার এশিয়া ব্যাংকের হেড ও অব বাঞ্চ সঞ্চয় দাস, চাঁদপুর এশিয়া ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শামীম মিয়াজী,মো:আল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ব্যাংক এশিয়ার এজেন্টগুলো সাধারণত স্কুল ব্যাংকিং, সঞ্চয়ী ও চলতি, মাসিক সঞ্চয়ী, মেয়াদী সঞ্চয়ী, নগদ জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ বিল গ্রহণ, পাসপোর্ট ফি গ্রহণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান, ভোক্তা ঋণ ও কৃষি ঋণ প্রদান, ডেবিট কার্ড প্রসেসিং সহ ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সকল সুবিধা প্রদান করে থাকে।
এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতা সংক্রান্ত লেনদেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে করা হবে।
প্রতিবেদক- আনোয়ারুল হক
২৭ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur