বরিশালের হিজলায় মেঘনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চাঁদপুর পল্টুন সারেং আ. রশিদ মোল্লার লাশ পাওয়া গেছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয়রা লাশের পকেটা থাকা মোবাইল ফোনের সিম থেকে পরিবার সদস্যদের ফোন করে খবর জানায়।
নিহতের ভাই আ. মজিদ মোল্লা লাশ পাওয়ার খবরটি চাঁদপুর টাইমসকে নিশ্চিত নিশ্চিত করেছেন। নিখোঁজ আ. রশিদ মোল্লা চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড মধ্য গুনরাজদীর বাসিন্দা আ. জলিল মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি বিআইডব্লিউটিএর চাঁদপুর শাখার পল্টুন সারেং (ভারপ্রাপ্ত) কাজে নিয়োজিত ছিলেন। কর্মস্থল থেকে ২১শে ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হন। এ বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারি তাঁর ছেলে রাশেদুল ইসলাম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় জিডি (নং ১২১৭) করেন।
এ বিষয়ে নিহতের ভাই আ. রশিদ মোল্লা জানান, ‘আমি এখন লাশ আনতে বরিশালের পথে রয়েছি। তাঁর সাথে এলাকার কারো সাথে কখনো শত্রুতা ছিলো না। কি কারণে তিনি নিখোঁজ হলেন এবং লাশ পাওয়া গেলো তা বুঝতে পারছি না।’
স্থানীয় বাসিন্দা জামাল আহমেদ জানান, আ. রশিদকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। তাঁর সাথে কারো শত্রুতা দেখি না। চাঁদপুর নৌ বন্দরের পল্টুনের দায়িত্ব পালন করতেন। সেখানে তাঁর কোনো শত্রুতা আছে কিনা তা তদন্ত করে দেখা উচিত।’
কর্মস্থল থেকে নিখোঁজ হওয়া প্রসঙ্গে চাঁদপুর মধ্য ব-দ্বীপ শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান থান্ডার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, আ. রশিদ মাঠ পর্যায়ের কর্মচারি। কর্মস্থলের আশেপাশেই তার বাসস্থান। সে হিসেবে বাসায় আসা যাওয়া করেই সাধারণত ডিউটি করতো। ২১ তারিখ থেকে নিখোঁজ ২৪ তারিখ তাঁর পরিবারের পক্ষ থেকে আমাকে লিখিতভাবে জানানো হয়েছে। পরে জানলাম তাঁর লাশ বরিশালে পাওয়া গেছে।
এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে মি. থান্ডার্ড জানান, বরিশালে তার লাশ ময়নাতদন্তের জন্যে নেয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
২৭ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur