ফেনীতে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর জেলা ফুটবল দল জয়লাভ করেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী ভাষা শহীদ আব্দুস ছালাম স্টেডিয়ামে কমিশনার কাপ ফুটবলে মুখোমুখি হয় চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা ফুটবল দল।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দু’দলেই ঢাকার বিভিন্ন ক্লাবের তারকা খেলোয়াড় নিয়ে খেলতে নামেন। বৃষ্টিভেজা মাঠে দু’দলই প্রথমার্ধ থেকেই আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে। খেলার প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে দু’দলই গোল দিয়ে জয় তুলে নেয়ার জন্য আক্রমন পাল্টাআক্রমনের খেলা শুরু করে। খেলার শেষ সময়ের ৫ মিনিট আগে চাঁদপুর জেলা দলের হয়ে খেলা ওয়ারী ক্লাবের ফুটবলার দুলাল লক্ষ্মীপুরের ডিবক্সের জালে কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে দলের পক্ষে এবং নিজের পক্ষে গোল করে চাঁদপুর জেলা দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে। রেফারীর শেষ বাশি বাজা পর্যন্ত চাঁদপুর জেলা দল ১-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়েন।
জেলা দলের হয়ে মঙ্গলবার খেলোয়াড়দের সাথে বিভাগীয় কমিশনার কাপ ফুটবলে ফেনীতে যান চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, দলের কোচের দায়িত্বে ছিলেন ইউছুফ বকাউল, সহকারী কোচ মহসিন পাটওয়ারী ও সোহেল রানা। চাঁদপুর জেলা ফুটবল দলের হয়ে অংশ নেয়া খেলোয়াড়রা হলো- শেখ জামাল ক্লাবের আদিল ও শুভ, শেখ রাসেল ক্লাবের গোপাল, ফরাশগঞ্জ ক্লাবের গফুর ও ওয়ারী ক্লাবের দুলাল, জেলা দলের অনন্য খেলোয়াড়রা হলো -আলমগীর, রিয়াজ, রুবেল, শাহআলম, সুমন পাটওয়ারী, লুইস ও সবুজ।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি থেকে ফেনী স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হয়। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ফুটবল দলসহ ১২টি দল টুর্নামেন্টে অংশ নেয়। গত বছর চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন স্বাগতিক চাঁদপুর জেলা দল।
করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur