ছোট পরিবার ধারনার উন্মেষ, পুষ্টি, এএনসি নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের জন্ম বিষয়ে জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া কর্মীদের অংশগ্রহণে রোববার সকাল ১০টায় ও আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজে অনুষ্ঠিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ অঞ্চলে বাল্য বিবাহের হার বেশী। বাল্য বিবাহ বেশী হলে মাতৃ ও শিশু মৃত্যুর হারও বেশী হবে। এতে সমাজ ও দেশের উন্নতি ও অগ্রগতিকে নীতিবাচক ভূমিকা রাখবে। আমাদেরকে আগে বাল্য বিবাহ রোধ করতে হবে। দেশে বর্তমানে মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। প্রতিবেশী অনেক দেশের চাইতেও বাংলাদেশের মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেক কম। তাই বলে আমাদের বসে থাকলে চলবে না। এ বিষয়টি শতভাগ সফল করতে নিজেদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে আসছেন। আজকের যে প্রতিপাদ্য বিষয় তার উপর আপনারা প্রচারণায় ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। আপনাদের লেখার মধ্য দিয়ে সমাজের প্রান্তিক স্তরের জনগণ সচেতন হতে পারবে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার, প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকার কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, জেলার কর্মকর্তা মোস্তফা কামাল, সদর উপজেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলিয়াছ ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী।
উন্মোক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন ও রহিম বাদশা।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর থেকে প্রশাশিত বিভিন্ন দৈনিকের সম্পাদক, প্রতিনিধি ও জাতীয় দৈনিক ও টিভির জেলা প্রতিনিধিগণ।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৭:০০ এএম, ০৪ জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur