চাঁদপুর শাহরাস্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেন সওদাগরের বাড়ির অস্থাবর মালামাল ক্রোক (সম্পত্তি আটক) করেছেন পুলিশ। সোমবার ১১টায় আমলী আদালত কচুয়া ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদপুরের নির্দেশে শাহরাস্তি থানা পুলিশ এ মালামাল ক্রোক করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত আজগর আলীর পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেন সওদাগরের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১)-এর ৯ (খ) ও ২৫ ধারায় এ আদেশ দেয় আদালত। কচুয়া থানার মামলা নং-১৩, তাং-১৩/৬/১৮, যার জিআর মামলা নং-১০১/১৮।
মালামাল ক্রোকের সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম, উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, সহকারী উপ-পরিদর্শক মোঃ পারভেজ সরকার ও মোঃ ওমর ফারুকসহ সঙ্গীয় ফোর্স।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম জানান, ‘বিজ্ঞ আদালতের নির্দেশে শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেন সওদাগরের অস্থাবর মালামাল জনসম্মুখে ক্রোক করা হয়েছে। এতে করে সাধারণ মানুষ বুঝতে সক্ষম হবে কোনো মাদক ব্যবসায়ীই আইনের হাত থেকে বাঁচতে পারবে না।’
এদিকে মাদক এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতের এমন যুগান্তকারী রায়কে জনগণ স্বাগত জানিয়েছে। তারা এতে সন্তোষ প্রকাশ করেছে।
করেসপন্ডেট
২৬ ফেব্রুয়ারি,২০১৯