চাঁদপুর জেলার জনবান্ধব পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সোহেল রুশদী।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে এ সাক্ষাতে তিনি পুলিশের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন।
সাক্ষাতে তিনি চাঁদপুর জেলায় মাদক প্রতিরোধ, আইন-শৃঙ্খলাসহ সমসাময়িক বিষয়ে বলেন, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে কাজ করছে জেলা পুলিশ। সদর সার্কেলসহ সকল উপজেলার সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও জঙ্গি প্রতিরোধে জনগণকে সাথে নিয়ে সভা-সমাবেশ করছে পুলিশ।
এসপি বলেন, চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে । এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করছে পুলিশ । মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা চাই । জনগণ এগিয়ে আসলে সমাজ থেকে মাদক দ্রুত নির্মূল করা সম্ভব হবে ।
তিনি আরো বলেন, পুলিশকে শতভাগ জনবান্ধব হতে হবে। পুলিশকে জনবান্ধব হওয়ার জন্য কাজ করতে হবে । তাই সাধারণ মানুষ যেনো ভালো সেবা পায় এবং যে কোন সমস্যা সামাধান করতে প্রস্তুত রয়েছে পুলিশ। জনগণ পুলিশকে যেনো ভয় না পায় এবং পুলিশি সেবা দ্রুত পেতে কাজ করছি। থানায় গিয়ে সহজেই সাধারণ মানুষ যাতে সেবা পেতে পারে তার জন্য কাজ চলছে ।
চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, পুলিশ সুপার কার্যালয় হলো প্রশাসনিক ভবন । তারপরও সাধারন মানুষের কথা শুনি এবং সমাধান করার চেষ্টা করছি । আমি অফিসিয়াল কাজ কখনো পেন্ডিং (বাকি) রাখিনা । দ্রুত কাজ সম্পাদনের চেষ্টা করি । মানুষ যাতে কোন ভাবে পুলিশ সুপার কার্যালয়ে এসে হয়রানির স্বীকার না হয় তার চেষ্টা করছি ।
চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির জানান, প্রতিটি উপজেলার সার্কেল ও থানার কর্মকর্তাগণ সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিটি এলাকায় ও ইউনিয়নে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী প্রতিরোধে পথ সভা, সেমিনার করছে। মানুষ যেনো মাদকের ভায়াবহতা থেকে রক্ষা পায় সে জন্য কাজ চালাচ্ছি।
তিনি বলেন,প্রতিদিন মাদক বিরোধী অভিযান হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে । প্রতিটি অভিযানের তথ্য থানা অফিসাররা নিয়মিত আমাকে ম্যাসেঞ্জারে জানাচ্ছে । আমি বিষয়টি মনিটরিং রাখছি ।
এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে পুলিশ সুপার কার্যালয়ে যে সেল চালু আছে তা অব্যাহত রয়েছে। এ সেলের মাধ্যমে সাধারণ মানুষ অনেক সমস্যার সমাধান পাচ্ছে। বিশেষ করে নারী নির্যাতন ও যৌতুক এবং যে সকল স্বামীরা তাদের স্ত্রীদেরকে মারধর করে তা থেকে বাঁচতে পারছে।
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur