সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ’লীগের নৌকার টিকেট পেলেন বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম গিয়াস উদ্দিন। তিনি মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সভাপতি।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান মন্ত্রীর সরকারী বাসভবনে (গনভবনে) আ’লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আ’লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুড়ান্ত প্রার্থীর নাম তালিকা ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় আগামি ২৪ মার্চ মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এ.এইচ.এম গিয়াস উদ্দিন। চাঁদপুর-২ নির্বাচনী এলাকার সংসদ মো:নূরুল আমিন রুহুলের প্রতিও কৃতজ্ঞতা জানান আ’লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম. গিয়াস উদ্দিন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
২৪ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur