Home / আন্তর্জাতিক / সৌদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে চীনা ভাষা
সৌদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে চীনা ভাষা

সৌদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে চীনা ভাষা

সৌদি আরবের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ব্যবস্থার সব স্তুরের পাঠ্যসূচিতে চীনা ভাষা অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে রিয়াদ।বেইজিংয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও উচ্চ পর্যায়ের এক চীনা প্রতিনিধির মধ্যে বৈঠকে দুই দেশ এই চুক্তিতে এসেছে। আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।
সৌদি ও চীনের মধ্যে সর্বস্তরের দ্বিপক্ষীয় বন্ধুত্ব, সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব বাড়াতে তারা এমন চুক্তি করেছেন।সৌদি ও চীনা নেতৃত্ব একটি সমন্বিত কৌশলগত অংশীদারত্ব স্থাপনে এই উদ্যোগ নিয়েছে।যাতে দুই দেশের লোকজন সম্ভাবনাময় সুযোগগুলো কাজে লাগাতে পারেন। গত কয়েক দশকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে বলেও এতে দাবি করা হয়েছে।

আরব নিউজের খবর বলছে, পাঠ্যসূচিতে চীনা ভাষা অন্তর্ভুক্ত করায় সৌদি আরবের শিক্ষার্থীদের সাংস্কৃতিক বৈচিত্র আনতে সহায়তা করবে। এতে রূপকল্প-২০৩০ এর জন্য শিক্ষাক্ষেত্রের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখবে।

সৌদি আরবের বৈচিত্রপূর্ণ শিক্ষাস্তরে শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে পাঠ্যসূচিতে চীনা ভাষা অন্তর্ভুক্ত করার এ উদ্যোগ। ভাষাটি দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবেও কাজ করবে বলে জানানো হয়েছে।

বার্তাকক্ষ
২৩ ফেব্রুয়ারি ২০১৯