চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে অবস্থিত ইউনাইটেড মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০১৯ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিলের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ সেলিম খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘ডাঃ দীপু মনিকে শিক্ষামন্ত্রী নির্বাচিত করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড এ জন্য সকল সন্ত্রানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার সন্তান কি করে তা আমাদের নজরে রাখতে হবে। একটি কুচক্রি মহল সমাজে মাদক ছদিয়ে দেয়ার চেষ্টা করছে। এ জন্য সবাই আমাকে সহযোগীতা করবেন। সে যেই হোক সবাই মিলে ধরে আমাকে বলবেন। আমি এই সমাজ থেকে মাদক মুক্ত করবো।’
তিনি বলেন, বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নেতৃত্বে দেশের শিক্ষা ব্যাবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে তিনি কোচিং সেন্টার বন্ধ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। দীপু আপা আজকে চাঁদপুর-হাইমচরবাসীর ব্যাপক উন্নয়ন করেছেন। আপনারা ভোট দিয়ে দিপু আপাকে সংসদে পাঠিয়েছেন বলেই আগামী দিনে তিনি আরো ব্যাপক উন্নয়ন করবেন। শিক্ষার প্রসারে বর্তমান সরকার ব্যাপক প্রদক্ষেপ গ্রহণ করেছেন। সকলে মিলে মিশে কাজ করলে যে কোন সমাজ পাল্টে দেয়া সম্ভব।’
স্কুলের সহকারি প্রধান শিক্ষক ও ইনচার্জ মোঃ রবিউল আউয়াল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহাবুদ্দিন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, জনাব সংকর কুমার সাহা, সাপলাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত চন্দ্র পর্বত, লক্ষীপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব সাহা, স্কুলের উপদেষ্টা সদস্য সৈয়দ আহাম্মদ খান রতন, মোঃ সায়েদ আলী (সায়েদ মাষ্টার)। শুভেচ্ছা বক্তব্য রাখেন বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ সহিদ মিজি,মোঃ সিরাজুল ইসলাম শেখ,মোঃ ইউনুছ শেখ, স্কুলের পরিচালক মোহাম্মদ হোসেন খান প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সহকারি শিক্ষক হাফেজ মোঃ রাসেল মীর এবং ক্রীড়া ইভেন্ট পরিচালনা করেন সহকারি শিক্ষক মোঃ হাছান শেখ ও মোঃ মহসিন আলম, বেলাল হোসাইন, তাছলিম আক্তার, নারগিস আক্তার, জেসমিন আক্তার। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম
২২ ফেব্রুয়ারি,২০১৯