লক্ষ্মীপুরে পরিবারিক কলহের জের ধরে ছোটভাই মান্নানের হাতে বড় ভাই আবদুল হান্নান খুন হয়েছেন। এ ঘটনায় মান্নানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হান্নান পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের ছেলে। তারা দুই ভাই বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন।
নিহতের বাবা আবুল কালাম জানান, রাতে হান্নানের স্ত্রী সালমা আক্তারের ঘরে উঁকি দেয় ছোট ভাই মান্নান। এসময় বড় ভাই বিষয়টি টের পেয়ে যান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে জড়িয়ে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে হান্নান দা নিয়ে ছোট ভাইয়ের দিকে তেড়ে যান। পরে হান্নানের হাত থেকে দাটি ছিনিয়ে নিয়ে মান্নান তাকে কুপিয়ে হত্যা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক দাশ বলেন, বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা কক্ষ
২০ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur