আজ মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে সাদ অনুসারীদের ইজতেমা। সেই সঙ্গে টঙ্গীর তুরাগ তীরে চার দিনব্যাপী চলা ৫৪তম বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে।
জানা গেছে, আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা শামীম। আজ সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে সাদ অনুসারী মো. হারুন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের আগে দিল্লির মাওলানা শামীম উর্দুতে হেদায়েতি বয়ানও করবেন।
রোববার বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্যে দিয়ে মাওলানা সাদ অনুসারীদের দুই দিনের ইজতেমা শুরু হয়। সোমবার বাদ ফজর উর্দুতে বয়ান করেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের মাওলানা মুরসালিন। পরে তা বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের আব্দুল্লাহ মনসুর।
এরপর তালিমের মুয়াল্লিমদের উদ্দেশে উর্দুতে বয়ান করেন দিল্লির মুফতি রিয়াসদ আলী। বাদ জোহর উর্দুতে বয়ান করেন দিল্লির শাহজাদ এবং বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ আছর বয়ান করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব উর্দুতে বয়ান করেন দিল্লির মুরুব্বি মাওলানা শওকত এবং বাংলায় অনুবাদ করেন মুফতি জিয়া বিন কাশেম।
এভাবেই গত দুই দিন বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান শোনে ও ইবাদত-বন্দেগিতে দিন পার করছেন সাদ অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে প্রত্যেকে যার যার গন্তেব্যে ফিরে যাবেন। (কালের কন্ঠ)
ইসলাম ডেস্ক
১৯ ফেব্রুয়ারি,২০১৯