চাঁদপুর শহরে অন্ধকারে নিয়ে অটো ছিনতাইকালে ৩ দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায় আটককৃতরা হচ্ছেন,শহরের বিষ্ণুদির হাসমত মৃধার ছেলে মোঃ বাদশা মৃধা,একই এলাকার চৌকিদার বাড়ির দেলোয়ার চৌকিদারের ছেলে নাজমূল চৌকিদার এবং ষোলঘরের ইউসুফ গাজীর ছেলে ওয়াসীম গাজী।
ঘটনার বিবরণে শহরস্থ নিউ ট্রাক রোডের মাস্তান বাড়ির ভারাটিয়া অটো চালাক মোঃ শাহজাহান দিদার সাংবাদিকদের জানায়,আটক আসামীরা তার অটো রিজার্ভ ভাড়া নিয়ে ওয়ারলেস থেকে শফরমালি যায়।সেখানে এক নির্জন অন্ধকারে গিয়ে তাকে জোড়পূর্বক দেশীয় অস্ত্র ঠেকিয়ে চলে যাওয়ার জন্যে বলেন। পরে সে আকুতি মিনতি করলে তারা তার গলায় দেশীয় অস্ত্র(ছুঁরি) ঠেকায়।
পরে সে তাৎক্ষনিক বাঁচার জন্যে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা আসামীদের ধরে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক অনূপ চক্রবর্ত্তী জানান,৩ ছিনতাইকারীকে অটো ছিনতাইকালে স্থানীয় জনতা অবরুদ্ধ করে পেলেন।পরে থানায় খবর দিলে ওসি স্যারের নির্দেশে আসামীদের থানায় নিয়ে আসি।তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন জানান,আটক আসামীদের ব্যপারে থানায় মামলা হচ্ছে।ওদের মত এইসব ছিনতাইকারীদের ধরার ব্যপারে কারো কোন আপোস নেই।
করেসপন্ডেট
১৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur