চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের ৫২ নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আবদুল কাদের মমতাজ বেগম ফাউন্ডেশন কর্তৃক মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন,‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষিতের হার বাড়াতে হবে। সরকার শতভাগ শিক্ষিত নিশ্চিত করতে কাজ করছে।আগামি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কোন অশিক্ষিত লোক থাকবে না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। গত ১০ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যালয়টি ৪ তলা ভবনে উন্নিত ও গেইট তৈরি করে দেওয়া হবে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তার, পৌর কাউন্সিলর মো. আলমগীর গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।
অনুষ্ঠানের সার্বিক তত্ব্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ইয়াছিন খান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৭ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur