ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র তামিম হাসান। তিনি পেশায় সাংবাদিক।১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই শুভ কাজ সম্পন্ন করেছেন তারা। পরীমনির অনামিকায় শোভা পাচ্ছে আঙটি।
২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে তাদের মধ্যে সম্পর্কের শুরু। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এসে সম্পর্কের ভিত্তি তৈরি হলো। বাগদানের জন্য ভালোবাসার দিনটিকে নির্বাচন করেন পরীমনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয় বলে জানান পরীমিনি।
বিয়ে কবে করতে যাচ্ছেন, এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।’
পরীমনি আরো জানান, ‘দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বাগদান হয়। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আর একটু পরিপক্কতা লাগবে।’
বিনোদন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur