চাঁদপুর শহরের আল-হেরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়। শহরের জিটি রোডস্থ একাডেমির প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.মো.শাহাদাত হোসেন।
আল-হেরা একাডেমির গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যক্ষ কাজী আসাদ উল্লাহর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর টাইমস এর প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল-হেরা একাডেমির অধ্যক্ষ এস এম আনওয়ারুল করীম।
আল-হেরা একাডেমির সহকারী শিক্ষক আবু বকর খানের পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি বিএম হান্নান, জেলা আইনজীবী সমিতির জেনারেল অডিটর অ্যাড.জসিম উদ্দিন প্রধান, লয়েল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রা.লি.এর চেয়ারম্যান তোফায়েল আহমদ, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, গভর্নিং বডির সদস্য ফারুক মো.নোয়াইম।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুর রহমান,ফাতেমা আক্তার,ইদ্রিস আহমদ,মাহমুদা আক্তার,সুচি আক্তার, ইরফান হোসাইন, কবির আহমেদসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি , ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur