চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মো.মানিক পাটওয়ারী ও আহত একুশে টিভির জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেনের পরিবারের জন্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
আর্থিক সহায়তা প্রদান করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপন।
সোমবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের কাছে অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ রানা, দৈনিক চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ অফিস প্রধান কামরুজ্জামান টুটুল, দৈনিক ইলশেপাড়ের হাজীগঞ্জ অফিস প্রধান মো. হাবিব উল্ল্যাহ প্রমুখ।
প্রসঙ্গত,গত ২৩ জানুয়ারি চাঁদপুরের বাকিলা বাজারে বালুবাহি ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহি দুই টিভি সাংবাদিক মো. নেয়ামত হোসেন ও মো. মানিক পাটওয়ারী গুরুতর আহত হন। তাদের দু’জনকে ওইদিনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
সেখানে ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকার উত্তরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে গত ৩০ জানুয়ারি বাংলাটিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মো. মানিক পাটওয়ারী মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর সাংবাদিক একুশে টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি
১১ ফেব্রুয়ারি,২০১৯