চাঁদপুর কচুয়ায় রহিমানগর উত্তর বাজারে সোমবার(১১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে। অগ্নিকাণ্ডে কাসেমুল উলুম মাদরাসা ও এতিমখানা এবং সংলগ্ন ১টি আধাপাকা মসজিদ, এতিমখানাসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকান গুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন, শো-রুম ও ফ্লেক্সিলোড, বিকাশ, কম্পিউটার, কনফেকশনারি, লাইব্রেরী, মুদি, স্ট্রেশনারী ও লেপ তোষকের দোকান। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির প্রায় পরিমান ১০ কোটি টাকার হবে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবি করছেন।
খবর পেয়ে কচুয়া ও শাহরাস্তি থেকে ফায়ার-সার্ভিস ষ্টেশন কর্মীরা পুলিশ ও স্থানীয় জনগনের সহয়তায় প্রায় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে কাসেমুল উলুম এতিমখানা মাদরাসা রান্নার পাক ঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১১ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur