চাঁদপুর কচুয়ায় সাচার ও আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের দায়ে ২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
শনিবার(৯ ফেব্রুয়ারি) এসএসসি গনিত পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন, সাচার উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাওন চন্দ্র দাস (১৭৭৩৩১) ও জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ফারজানা আক্তার (৩৭৬০২৫)।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৯ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur